Reaz Hossain's profile

Awareness of Antibiotic Resistance


Headline: আমি তো Antibiotic সেবন করছি, কিন্তু সুস্থ হচ্ছি না কেনো?
Antibiotic Resistance বর্তমানে পৃথিবীব্যাপী সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তার আসল কারণ হচ্ছে Antibiotic এর অপব্যবহার এবং অতিরিক্ত ব্যবহার। তার মধ্যে যদি বাংলাদেশের কথা বলি, তাহলে বলা আর শেষ হবেনা। গ্রাম এবং শহর, উভয় স্থানের মানুষের একই অবস্থা। Antibiotic সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আজকে আমাদের শরীরে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে।তার মধ্যে বিরাট একটা সমস্যা হচ্ছে আমাদের ইমিউনি সিস্টেম ( Immune system) দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। Antibiotic'র অতিরিক্ত ব্যবহারের ফলে দেখা দিচ্ছে নানাবিধ শারীরিক ও মানসিক সমস্যা। তাই আপনি নিজেকে এবং আপনার ফ্যামিলিকে নিরাপদ রাখতে Antibiotic সম্পর্কে আপনার অবশ্যই কিছুটা জ্ঞান থাকার প্রয়োজন আছে। আর এই কিছুটা জ্ঞান আপনাকে সুস্থ এবং সুন্দর থাকতে সহায়ক হয়ে উঠবে বলে আমি আশাবাদী। 
পূর্বের Part -1 এ আমরা Antibiotic সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি।https://www.behance.net/gallery/121130065/About-Antibiotic.
Part -2 এ আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে Antibiotic Resistance. তাই Part -2 তে আমরা Antibiotic Resistance সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব ইন শা আল্লাহ। 

★★★ আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো নিম্নে উল্লেখ করা হলোঃ
প্রশ্ন ১ঃ Antibiotic Resistance বলতে কি বুঝায়? 
প্রশ্ন ২ঃকিভাবে Antibiotic Resistance আমাদের শরীরে ঘটে থাকে?
প্রশ্ন ৩ঃ Antibiotic Resistance. আমাদের ইমিউনি সিস্টেম(Immune System)  কে কতটা দুর্বল করে থাকে?
প্রশ্ন ৪ঃAntibiotic Resistance প্রতিরোধ করার জন্য আমাদের কি করনীয়? 
প্রশ্ন ৫ঃAntibiotic Resistance কিভাবে কাজ করে? তা একটি উদাহরণের মাধ্যমে দেখানো হবে।
উত্তরঃ সংক্ষিপ্ত ভাষায় Antibiotic Resistance:  যখন কোনো জীবাণু ( যেমন: ব্যাকটেরিয়া) দ্বারা আমরা যখন সংক্রমিত হয় , তখন ঐ জীবাণুর বিরুদ্ধে কাজ করে Antibiotic. আবার অনুরূপ ভাবে যখন ঐ জীবাণুগুলো ঐ Antibiotic'র বিরুদ্ধে কাজ করে। অর্থাৎ, জীবাণুগুলো নিজেদের মধ্যে নতুন করে সংখ্যা বৃদ্ধি করে। যার ফলে Antibiotic টি আর জীবাণুর বিরুদ্ধে কাজ করতে পারে না। Antibiotic এবং জীবাণুর মধ্যে পারস্পরিক এই  প্রতিক্রিয়াকেই Antibiotic Resistance বলা হয়।

বৃহৎ অর্থে Antibiotic Resistance : আমরা জীবন যাপন করার সময় অনেকেই অনেক রোগে আক্রান্ত  হই। আর যখনই আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই,  তখনই আমরা ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তার আমাদের সঠিক সমস্যাটি চিহ্নিত করে ঐ রোগের জন্য ঔষধ সেবনের পরামর্শ দেয়। আর আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করলে আমরা পুনরায় সুস্থ হয়ে উঠি। এবার আমি মূল কথায় আসি। ডাক্তার আমাদেরকে ঔষধ দেয় সুস্থ হবার জন্য। আর এই ঔষধ যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করতে পারি, তাহলে আমরা যতটা উপকৃত হতে না পারবো তার থেকে বেশি ক্ষতি হবে। তেমনি ঔষধের মধ্যে বর্তমানে কার্যকর ঔষধ হলো Antibiotic. এই Antibiotic  এর অপব্যবহার এবং অতিরিক্ত ব্যবহারের ফলে পরবর্তীতে আমরা যখন আবার ঐ একই রোগে আক্রান্ত হই, তখন ডাক্তার আবার আমাদের ঔষধ সেবনের পরামর্শ দেন। কিন্তু আমরা  প্রথমবার Antibiotic  ঠিকভাবে ব্যবহার না করার কারণে ঐ Antibiotic টি আমাদের দেহে আর সঠিকভাবে কাজ করবে না।যার ফলে Antibiotic যেই জীবাণুগুলো ধ্বংস করবে, সেই জীবানুগুলো Antibiotic'র বিরুদ্ধে কাজ করবে। এই পুরো ঘটনাই Antibiotic Resistance.
 আমাদের সবার পরিচিত Antibiotic গুলো হলো Amoxicillin, Azithromycin, Erythromycin এবং Cefixime. এই Antibiotic গুলো বর্তমানে সবচেয়ে বেশী ব্যবহৃত হচ্ছে। এগুলো এক একটির কাজ এক এক রকম। এই Antibiotic গুলো যদি আপনি সঠিক ভাবে ব্যবহার না করেন, তাহলে সেটা আপনার জীবনের জন্য হুমকিস্বরূপ হতে পারে।
Antibiotic Resistance হওয়ার মূল কারণগুলো হচ্ছেঃ
১. Antibiotic'র বেশি ব্যবহার। 
২.Antibiotic'র কোর্স শেষ না করা।
৩. প্রানীসম্পদ এবং মাছ চাষে Antibiotic'র অতিরিক্ত ব্যবহার। 
৪.Antibiotic সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব।
 
★★ একটি উদাহরণের মাধ্যমে Antibiotic Resistance কে বুঝিয়ে দেইঃ
মনে করেন, আপনি হঠাৎ জ্বরে আক্রান্ত হলেন। জ্বরে আক্রান্ত হওয়ার পর প্রথম দিন আপনি প্যারাসিটামল (Paracetamol) ঔষধ সেবন করলেন। কিন্তু জ্বর কিছুতেই কমতেছে না।তখন আপনি গ্রাম্য ডাক্তারের শরণাপন্ন হলেন। ডাক্তার আপনার জ্বরের খারাপ অবস্থা দেখে আপনাকে Antibiotic দিলেন। যেমন (Ciprofloxacin,  Amoxicillin) এই Antibiotic গুলো  Prescription এ লিখে দিল এবং সেই সাথে বলে দিল আপনাকে Antibiotic টি ১৪ দিন সেবন করতে হবে, দিন দুইবার করে। এখন আপনি ১৪ দিনের Antibiotic না কিনে ৭দিনের Antibiotic  কিনলেন। [উল্লেখ্য যে, অন্যান্য মেডিসিনের থেকে Antibiotic কিছুটা Costly মেডিসিন ]। তারপর আপনি দেখলেন, Antibiotic ডোজ টি ৫দিন খাওয়ার পরই আপনি সুস্থ। তাহলে উপরোক্ত কথাগুলোর সাথে এই উদাহরণটি বিশ্লেষণ করলে দেখা যায়-
১.Antibiotic ডোজ সম্পুর্ন না করার কারণে আমরা প্রতিনিয়ত Antibiotic Resistance এর সম্মুখীন হচ্ছি।যা ভবিষ্যত প্রজন্মের জন্য হুমকিস্বরূপ। 
২. ডাক্তার আমাকে প্রথমবার Antibiotic না দিয়ে অন্য ঔষধ দিয়ে দেখত।এখানে Antibiotic টির অতিরিক্ত ব্যবহারের বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে।
৩. আপনার Antibiotic ঔষধ সম্পর্কে জ্ঞানের অভাব থাকার কারণে আপনি ঠিকমতো ডোজ টি সম্পূর্ণ করেন নি।

Antibiotic Resistance থেকে মুক্ত থাকার জন্য আপনাকে কয়েকটা টিপস দেওয়া হলোঃ
1.Antibiotic অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সেবন করবেন। কখনো নিজে বা অন্য কাউকে অনুসরণ করে Antibiotic Resistance সেবন করবেন না।
2. নির্দিষ্ট পরিমাণ ডোজ সম্পূর্ণ করুন। সাধারণত ৭দিন, ১৪দিন, ২৮দিন Antibiotic ডোজ দেওয়া হয়ে থাকে। সুস্থ হয়ে গেলেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী  ডোজ অবশ্যই সম্পূর্ণ করবেন। 
3. ফার্মেসী অথবা আপনার নিকটস্থ মানুষের পরামর্শে Antibiotic সেবন করবেন না। Antibiotic 'র  Side effect আপনি অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন।
নিজে সচেতন হন এবং আপনার ফ্যামিলি ও নিকটস্থ মানুষদের কে সচেতন করুন। পোস্টটি আপনার কাছে উপকৃত হবে বলে মনে হলে শেয়ার করুন। যাতে অন্যরাও আপনার মতো উপকৃত হতে পারে। 
পরবর্তীতে  Health বিষয়ক অন্য টপিকস নিয়ে আবারও হাজির হবো আমি রিয়াজ হোসাইন। আর আপনারা স্বাস্থ্য সম্পর্কিত কোন বিষয় সম্পর্কে জানতে চান, সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। 
"" সুস্থতাই দিতে পারে সুন্দর জীবন "

Md.Reaz Hossain
Department of Pharmacy
Bangabandhu Sheikh Mujibur Rahman Science and Technology University.
Awareness of Antibiotic Resistance
Published:

Awareness of Antibiotic Resistance

Published:

Creative Fields